Connect with us

স্বাস্থ্য সংবাদ

ফারিয়ার সিলেট বিভাগের আহবায়ক কমিটি গঠিত

Published

on

ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ফারিয়া। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শফিক রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান স্বাক্ষরিত গনমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত তথ্য জানা যায়।

বিশ্বরুপ রায়কে আহ্বায়ক ও জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব নির্বাচিত করে ১৭সদস্যবিশিষ্ট্য সিলেট বিভাগীয় ফারিয়ার আহ্বায়ক কমিটির গঠিত হয়। কেন্দ্রীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অনুমোদিত সিলেট বিভাগীয় ফারিয়া কমিটিকে আগামী (৩)মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করা হয়। সিলেট বিভাগীয় ফারিয়ার আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন-
সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন নুরুল উস্তার রাসু (সুনামগঞ্জ), তন্ময় দাস নিটোল (হবিগঞ্জ)। যুগ্ম আহবায়ক করা হয়েছে এম.এ.এইচ জুয়েল (সিলেট), দীপক দেব (মৌলভীবাজার), কামরুজ্জামান খান (সিলেট), জামিল মিয়া (হবিগঞ্জ), মো. আফজাল সরকার (সুনামগঞ্জ), এবিএম আজাদ মামুন (মৌলভীবাজার)। এছাড়াও আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন, মো. আলিম উদ্দিন (মৌলভীবাজার), মোঃহোসাইন খান (হবিগঞ্জ), শাকির আহমেদ চৌধুরী (মৌলভীবাজার), আলী আকবর (হবিগঞ্জ), আব্দুর রশিদ (হবিগঞ্জ), জাহিদুল ইসলাম শিকদার (সুনামগঞ্জ) এবং আ. সালাম (হবিগঞ্জ)।

Continue Reading
Advertisement