Connect with us

স্বাস্থ্য সংবাদ

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি অধ্যাপক টিটু মিয়া

Published

on

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো মিয়া। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরী।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মোহাম্মদ মোহসীন উদ্দিনের সই করা পৃথক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।

অধ্যাপক ডা. টিটো মিয়া এর আগে মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৯-২০২৩ মেয়াদে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) নির্বাচিত কাউন্সিলর। এছাড়া ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) ও সহসভাপতি ছিলেন। পাশাপাশি ২০১৫-২০১৭ সালে মেডিসিন সোসাইটির সাবেক মহাসচিব (স্বাচিপ-মনোনীত) ছিলেন।

অধ্যাপক ডা. টিটো মিয়া ১৯৯০ সালে ফাইনাল পেশাগত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল অর্জন করেন। ২০০২ সালে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এই আজীবন সদস্য ময়মনসিংহ স্বাচিপ মনোনীত মির্জা-পাঠান পরিষদ থেকে বিএমএর নির্বাচনে অংশগ্রহণ করে সর্বাধিক ভোটে নির্বাচিত হন।

Advertisement

এছাড়া ডা. মো. শফিকুল আলম চৌধুরী একই মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ও উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

Continue Reading
Advertisement