Home স্বাস্থ্য সংবাদনেত্রকোনায় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভদের প্রতিবাদ সমাবেশ

নেত্রকোনায় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভদের প্রতিবাদ সমাবেশ

by স্বাস্থ্য ডটটিভি কনটেন্ট কাউন্সিলর

নেত্রকোনায় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশনের (ফারিয়া) প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের পুরাতন কালেক্টর চত্বরে সামনের সড়কে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) নেত্রকোনা জেলা শাখার আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) নেত্রকোনা জেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) প্রধান উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, উপদেষ্টা সাংবাদিক ভজন দাস, উপদেষ্টা ও রিপ্রেজেনটেটিভ জিয়াউল হক মামুন, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি গাজী মোসাদ্দেক হোসেন ইয়াকুব, জেলা ম্যানেজার ফোরামের সভাপতি শেখ মুজাহিদুল ইসলাম লেলিন, ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) সাধারণ সম্পাদক পলাশ সাহা, সিনিয়র সহ-সভাপতি কাউসারুল আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক খান, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম ভূঞা, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, জেলা ম্যানেজার ফোরামের সহ-সভাপতি রইছ উদ্দীন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ঔষধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধিকে কথায় কথায় ছাটাই বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে বেতন ভাতা টি.এ/ডি.এ বৃদ্ধি, অবৈধ প্রেসক্রিপশন সার্ভে বন্ধ ঘোষণা এবং চাকরির সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে।

বক্তারা আরো বলেন, রাষ্ট্রীয় সকল দিবস আমরা উদযাপন করতে পারি না, কারণ ঔষধ কোম্পানির ব্যাগ হাতে নিয়ে মার্কেটিংয়ে যেতে হয়। স্ত্রী সন্তানকে সময় দিতে পারি না। এরচেয়ে অমানবিক কাজ মনে হয় আর কোনো কোম্পানি এমনকি কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নেই।

You may also like