Connect with us

স্বাস্থ্য সংবাদ

রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে মেয়েদের উত্যক্ত করায় গণধোলাই

Published

on

রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে মেয়েদের উত্যক্ত করায় সাধারণ শিক্ষার্থীদের সাথে উত্যক্তকারীদের হাতাহাতি ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানায়, রাতুল সরকার নামের একজন প্রাক্তন শিক্ষার্থী বিভিন্ন সময় স্থানীয় কিছু ছেলে নিয়ে কলেজ ক্যান্টিনের দরজায় বসে ছিল। এসময় কলেজের মেয়েরা ক্যান্টিন থেকে বের হলে তাদের বাজে মন্তব্য করে। সাধারণ শিক্ষার্থীরা বিষয়টির প্রতিবাদ করলে উত্যক্তকারীদের সাথে কথা কাটাকাটি শুরু হয়ে। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় রাতুল সরকার ও মোস্তফা জামান লাবীব তাদের সাথে থাকা ছেলেদের গণধোলাই দিয়ে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে বলে জানায়।

শিক্ষার্থীদের অভিযোগ রাতুল সরকার এর আগেও ক্যাম্পাসের মেয়ে শিক্ষার্থীদের মেসেঞ্জার ও বিভন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ন প্রস্তাব দিতেন। বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানী করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।