ত্বক বিশেষজ্ঞ ডা. তাওহীদা রহমান ইরিন বেস্ট ওয়েলনেস কনসালট্যান্ট হিসেবে ‘অনলাইন রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড-২০২১’ পেয়েছেন। বেস্ট ওয়েলনেস কনসাল্টেন্ট ক্যাটাগরিতে তিনি এই অ্যাওয়ার্ডটি অর্জন করেন।
গত ১ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে মিরর ম্যাগাজিন আয়োজিত ‘অনলাইন রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড-২০২১’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতিকে দিয়েছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। জাতিকে দিয়েছেন আত্মমর্যাদা ও নিজস্ব পরিচয়। জাতির রিয়েল হিরোই তিনি।’
থলে ডট কম এবং মিরর ম্যাগাজিন যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে। অনুষ্ঠানের মূল কো-অর্ডিনেটর ছিলেন মিরর ম্যাগাজিনের ভাইস প্রেসিডেন্ট মালা খন্দকার এবং মোস্তাফা তারিক হাদী। বিভিন্ন ক্যাটাগরিতে ৫০ জনকে পুরস্কার দেয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীরেণ শিকদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনেতা আরিফিন শুভ প্রমুখ।
পুরস্কার প্রসঙ্গে ডা. তাওহীদা ইরিন বলেন, যেকোনো প্রাপ্তি কাজের দায়িত্বকে আরও বাড়িয়ে দেয়। উৎসাহিত করে। যারা আমাকে মনোনীত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।
ডা. তাওহীদা ইরিন দীর্ঘদিন ধরে ত্বক বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। সম্প্রতি তিনি রেজুভা কসমেসিউটিক্যালস নামে একটি প্রতিষ্ঠান শুরু করেছেন। পাশাপাশি তিনি বিভিন্ন অনুষ্ঠানে গ্রুমার, মেন্টর এবং বিচারক হিসেবে কাজ করেন। করোনাকালে তিনি টেলিমেডিসিন সেবা দিয়েছেন। করোনার বিভিন্ন সচেতনতামূলক তথ্যচিত্রে উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তথ্যচিত্রগুলো প্রযোজনা করেছে ফ্ল্যাগ গার্ল, সিডিসি ও সেফটিনেটস।
অনুষ্ঠান শেষে ঐতিহ্যবাহী নাচ, র্যাম্প শো ও গান পরিবেশিত হয়।