Home স্বাস্থ্য সংবাদরাজধানীতে চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু

রাজধানীতে চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর মগবাজারের পেয়ারাবাগের একটি বাসায় ডা. জেহানুল আলিম (৫৫) নামে এক চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে স্বজনদের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ডা. জেহানুল স্বাস্থ্য অধিদফতরের প্রোগ্রাম ম্যানেজার ছিলেন। ১০ মাস আগে তাকে ওএসডি করা হয়।

সোমবার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মগবাজার পেয়ারাবাগের বাসায় এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন। জেহানুলের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায়। বাবার নাম মৃত এম এ ওয়াহাব। একমাত্র মেয়ে ও স্ত্রী নিয়ে তিনি পেয়ারাবাগ রেলগেট এলাকার একটি বাসার চতুর্থ তলায় থাকতেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবদুল খান জানান, আজ সোমবার দুপুরে চিকিৎসক জিহানুল আলিমকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে তিনটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দিন বলেন, ‘আমরা চিকিৎসক জিহানুল আলিমকে মৃত অবস্থায় পেয়েছি। তাঁর গলায় কালো দাগ রয়েছে। মৃত্যুর কারণ জানার জন্য ময়নাতদন্ত হবে।’

হাতিরঝিল থানার এসআই (উপপরিদর্শক) এনামুল হক জানান, চিকিৎসক জিহানুল আলিমের মৃত্যুর কারণ এখনো জানা সম্ভব হয়নি। তবে তিনি মগবাজারের পেয়ারাবাগ এলাকায় থাকতেন বলে জানা গেছে। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে।

জেহানুলের স্ত্রী ফারহানা ফেরদৌস বলেন, সকালে সবাই বাসায় ছিলেন। হঠাৎ করেই সকাল সাড়ে এগারোটার দিকে একটি রুমে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পাই। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

ফারহানা আরও জানান, জেহানুল ১০ মাস ধরে ওএসডিতে ছিলেন। এ কারণে সবসময় বিষন্নতায় ভুগতেন। বিষন্নতা থেকেই সে গলায় ফাঁস দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্য কোনো বিষয় আছে কি না- তা বলতে পারেনি স্বজনরা।

You may also like