Connect with us

প্রধান খবর

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩২৯ জন হাসপাতালে ভর্তি

Published

on

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। করোনা মহামারির মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু রোগীর বিষয়ে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকাতেই রোগীর সংখ্যা ৩০৬। অন্যান্য বিভাগে ২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সরকারি হিসাবে দেশের হাসপাতালগুলোয় এখন ১ হাজার ১১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৪৮ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোয় আরও ৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে।

Advertisement

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৬ হাজার ৬৫০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫ হাজার ৫১০ জন।

Continue Reading
Advertisement