রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) অধিভুক্ত ১৫টি মেডিকেল কলেজের এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা শুরু হয়েছে। লিখিত পরীক্ষা চলবে আগামী ২ এপ্রিল পর্যন্ত।
আজ সোমবার (১৮ মার্চ) সকাল ১০টা মেডিসিন প্রথম পত্র দিয়ে ফাইনাল প্রফের পরীক্ষা শুরু হয়।
এর আগে রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. আনোয়ার হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেম্বর-২০২৩ সালের শেষ বৃত্তিমূলক এমবিবিএস (অনুষ্ঠিতব্য মার্চ-২০২৪) পরীক্ষার লিখিত অংশের সময়সূচি দেওয়া হলো।
এতে আরও বলা হয়, ওসপিই, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানানো হবে।
রুটিন দেখতে ক্লিক করুন