Home জেনে রাখুন, সুস্থ থাকুনএসজিপিটি কি? লিভার এনজাইম (এসজিপিটি) বাড়ার কারণ কী?

এসজিপিটি কি? লিভার এনজাইম (এসজিপিটি) বাড়ার কারণ কী?

by স্বাস্থ্য ডটটিভি কনটেন্ট কাউন্সিলর

লিভার কোষে অবস্থিত গুরুত্বপূর্ণ এনজাইম অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ এবং এসপারটেট অ্যামাইনো ট্রান্সফারেজ প্রদাহের কারণে রক্তে ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, উক্ত এনজাইমদ্বয় যথাক্রমে এসজিপিটি এবং এসজিওটি নামেও পরিচিত। লিভার কতটুকু আক্রান্ত হল তা রক্তের বিলিরুবিন ও এনজাইমদ্বয় পরিমাপ করার মাধ্যমে বের করা যায়। এসব নিয়ে আলোচনা করেছেন লিভার বিশেষজ্ঞ ডাঃ মোঃ মহসিন কবির. এমবিবিএস, এমডি (গ্যাষ্ট্রো)

অমিতাভ বচ্চনের লিভার ২৫ শতাংশ কাজ করছে। উনি হেপাটাইটিস বি-তে আক্রান্ত। এটা তো আমরা সকলেই জেনে গিয়েছি। কিন্তু, লিভার ২৫ শতাংশ কাজ করছে মানে কী? ঠিক কত শতাংশ কাজ করলে লিভার সুস্থ? কী ভাবে জানা যাবে আমার লিভার সুস্থ কিনা? কখন চিন্তার বিষয়? এ সব বহু প্রশ্নই এখন জাগছে আমাদের মনে। লিভারের অসুখ নিয়ে আমাদের মনে ভয় যেমন রয়েছে, তেমনই রয়েছে বেশ কিছু ভ্রান্ত ধারনাও। তবে অভাব রয়েছে সচেতনতার।

কী ভাবে বুঝবেন আপনার লিভার কেমন কতটা সুস্থ?
লিভার ঠিক কতটা কাজ করছে, কত শতাংশ বিগড়ে গিয়েছে তা নির্দিষ্ট পরিমাপ করার কোনও উপায় নেই। কিডনির ক্ষেত্রে যেমন নির্দিষ্ট ভাবে বলে দেওয়া যায় যে ২৫ শতাংশ কাজ করছে, বা ৪০ শতাংশ কাজ করছে, লিভারের ক্ষেত্রে কিন্তু এ রকম কোয়ান্টিফায়েবেল ডিসফাংশন নির্ধারণ করা যায় না। অর্থাত্ অমিতাভ বচ্চন যে ভাবে বলছেন ওঁর লিভার ২৫ শতাংশ কাজ করে না, ঠিক অতটা নির্দিষ্ট ভাবে লিভারের ফাংশনালিটি নির্ধারণ করা যায় না। তবে কিছু কিছু জিনিস পরীক্ষার মাধ্যমে লিভারের স্বাস্থ্য বোঝা যায়।

You may also like