দেশ-বিদেশের লিভার বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হলো দুই দিনব্যাপী লিভার চিকিৎসা বিশেষজ্ঞদের আন্তর্জাতিক সম্মেলন ‘লিভারকন-২০১৯’।
‘লেটস সেলিব্রেট হেপাটোলজি’ স্লোগানে এবারের লিভারকন-২০১৯ এ বাংলাদেশি বিশেষজ্ঞ ছাড়াও জাপান, ভারত ও ভুটানের লিভার বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। এছাড়াও জাপান, ভারত ও ভুটানের প্রায় ১০ জন লিভার বিশেষজ্ঞ এবং দেশীয় লিভার বিশেষজ্ঞরা এই সম্মেলনে তাদের বৈজ্ঞানিক নিবন্ধন উপস্থাপন করবেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দুই দিনব্যাপী (৪ ও ৫ মে) চলা সম্মেলনে দেশি-বিদেশি প্রায় ৫শ’ লিভার মেডিসিন ও সার্জারি বিশেষজ্ঞ অংশ নেন। বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের আন্তর্জাতিক সংগঠন অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজ-এর আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন লিভারকন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে এদেশের লিভার চিকিৎসার প্রসার ও লিভার রোগ নিয়ে আন্তর্জাতিক মানের গবেষণা পরিচালনায় লিভার বিশেষজ্ঞদের ভূয়সী প্রশংসা করেন। তিনি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান।
সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) তার বক্তব্যে ন্যাসভ্যাক উদ্ভাবন, লিভার সিরোসিসের চিকিৎসায় স্টেম সেল এবং লিভার ক্যান্সারের আধুনিক চিকিৎসা পদ্ধতি টেইস সহ লিভার রোগের আধুনিক বিভিন্ন চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে সহজলভ্য করার বিষয়টি তুলে ধরেন।
পাশাপাশি তিনি জানান যে, বর্তমানে তারা হেপাটাইটিস-সি ভাইরাসের চিকিৎসায় সরকারের সহযোগিতায় লক্ষাধিক টাকা মূল্যের ওষুধ বিনামূল্যে হেপাটাইটিস-সি আক্রান্ত রোগীদের মাঝে বিতরণ করেছেন। তিনি লিভার বিশেষজ্ঞদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তার বাণীতেও উপরোক্ত বিষয়গুলো তুলে ধরেন।
উল্লেখ্য, এবারের লিভারকন-২০১৯ এর থিম ছিল, “লেটস সেলিব্রেট হেপাটোলজি (Lets Celebrate Hepatology)”। এই উৎসবকে লিভার রোগীদের সাথে ভাগাভাগি করে নেয়ার লক্ষ্যে কনফারেন্স এর শেষ দিনে কনফারেন্স এর দুপুরের খাবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের ভর্তি রোগীদের মাঝে বিতরণ করা হয়।
উল্লেখ্য, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে এ দেশের লিভার বিশেষজ্ঞদের প্রতিনিধিত্ব করে আসছে। পাশাপাশি দেশের লিভার চিকিৎসার প্রসার ও গবেষণায় এই সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দেশের অন্যতম প্রবীণ লিভার বিশেষজ্ঞ ইউজিসি অধ্যাপক ডা. সেলিমুর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন বিএসএমএমইউ’র লিভার বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)।