ইমপালস হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন এর আজকের আয়োজনে কথা হয়েছে কিডনি রোগের কারণ, লক্ষণ ও সুরক্ষায় করণীয় ইত্যাদি নিয়ে। কথা বলেছেন দেশ বরেণ্য নেফ্রলজিস্ট অধ্যাপক ডা. নুরুল ইসলাম। তিনি ইমপালস হাসপাতালের নেফ্রলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
https://www.youtube.com/watch?v=XMYHPelfXTI