ডাক্তারের চেম্বারে বা হাসপাতালে যত রোগী আসেন, তাদের মধ্যে অনেকেই নাক কান গলার বিভিন্ন সমস্যায় আক্রান্ত। এ সমস্যাগুলো অনেকাংশে প্রতিরোধ করা যায় বা এর জটিলতা এড়ানো যায় এ বিষয়ে সাধারণ বৈজ্ঞানিক তথ্যগুলো জানার মাধ্যমে। নাক কান গলার বিভিন্ন সমস্যা ও প্রতিকার নিয়ে স্বাস্থ্য ডটটিভির নিয়োমিত আয়োজনে কথা বলেছেন অধ্যাপক ডা. জাহীর আল-আমীন। তিনি বাংলাদেশের একজন খ্যাতিমান নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জারি। সুদীর্ঘ ৩০ বছরের বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে অভিজ্ঞতা লেখককে চিকিৎসক হিসেবে এক উচ্চমাত্রা দিয়েছে।