Connect with us

প্রধান খবর

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: পরিচালক

Published

on

চিকিৎসকদের দাবি অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এ কথা বলেন মো. আসাদুজ্জামান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, চিকিৎসকদের দাবি অনুযায়ী হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় হওয়া মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের দ্রুত ধরার চেষ্টা চলছে। আর স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে স্বাস্থ্য পুলিশের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার দাবিটি এত দ্রুত পূরণ করা সম্ভব নয়।

মো. আসাদুজ্জামান বলেন, আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর (বহির্বিভাগ) ছাড়া অন্য সব বিভাগ চালু আছে। আজ যদি হাসপাতালে এসে চিকিৎসা না পাওয়ার কোনো অভিযোগ কারও থাকে, তাহলে তিনি বিষয়টি দেখবেন।

আজ দুপুরের দিকে দেখা যায়, অ্যাম্বুলেন্সে করে রোগীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন। হাসপাতাল প্রাঙ্গণে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় চার দফা দাবিতে গতকাল রোববার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ (কর্মবিরতি) পালন করেন দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকেরা। পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে গতকাল রাত পৌনে আটটার দিকে কর্মবিরতি স্থগিত করে প্রায় ১২ ঘণ্টা পর কাজে ফেরেন চিকিৎসকেরা। তখন থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাসেবা শুরু হয়।

Continue Reading
Advertisement