ডা. হাসনা হোসেন আখী (ডা. হাসনা হোসেন আখিঁ) ট্রেইন্ড ইন ল্যাপারস্কপি অ্যান্ড ইনফার্টিলিটি বিশেষজ্ঞ। ২০০৫ সালে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি জানুয়ারী ২০০৭ সালে এফ. সি . পি .এস প্রথম পর্বে উর্ত্তীন হন এবং ২০০৮ সালে ঢাকা মেডিকেল কলেজে এম এস প্রথম পর্বে ভর্তি হন। ২০০৮ সালের ডিসেম্বর এ ২৭ তম বিসিএস এ উর্ত্তীন হয়ে তার কর্মজীবন শুরু করেন। ২০১৭ সালে এম এস (গাইনী এন্ড অব্স) ডিগ্রী অর্জন করেন।২০১৯ সালে সোসাইটি অব ল্যাপারস্কপিক সার্জনের অধীনে তিনি ল্যাপারস্কপিক ট্রেনিং সম্পন্ন করেন। তিনি সিজারিয়ান সেকসনসহ সকল জটিল গাইনী অপারেশন যেমন: জরায়ু আপারেশন, ফাইব্রয়েড, ওভারিয়ান টিউমারএবংগাইনী ল্যাপারস্কপিক সার্জারীতে বিশেষ পারদর্শী। নারী স্বাস্থ্যবিষয়ক সচেতনতা তৈরির জন্য ডা. হাসনা হোসেন আখিঁ স্বাস্থ্যবিষয়ক লেখালেখি এবং টেলিভিশন নিয়মিত আলোচকও।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত স্বাস্থ্য টিভি (Shastho.TV)
স্বাস্থ্য টিভি , ১৬/৩/এ তল্লাবাগ, সোবহানবাগ, ঢাকা-১২০৭
মোবাইল: +88017 46 551 660, +8801990 441 663 ইমেইল: info.shastho.tv@gmail.com সংবাদ: news.shastho.tv@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত স্বাস্থ্য টিভি (Shastho.TV)
স্বাস্থ্য টিভি , ১৬/৩/এ তল্লাবাগ, সোবহানবাগ, ঢাকা-১২০৭
মোবাইল: +88017 46 551 660, +8801990 441 663 ইমেইল: info.shastho.tv@gmail.com সংবাদ: news.shastho.tv@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।