Home জেনে রাখুন, সুস্থ থাকুনঅন্ধত্বের মূল কারণ কী? সমস্যা এবং প্রতিকার

অন্ধত্বের মূল কারণ কী? সমস্যা এবং প্রতিকার

by স্বাস্থ্য ডটটিভি কনটেন্ট কাউন্সিলর
https://www.youtube.com/watch?v=mxacr9RFBBY

চোখে অন্ধত্বের প্রধানতম কারণগুলো হল ছানি পড়া এবং গ্লুকোমা। এই দুটি কারণ ছাড়াও অনেকগুলো কারণে একজন ব্যক্তি অন্ধত্ব বরণ করতে পারেন। চোখে অন্ধত্বের বিভিন্ন কারন ও প্রাথমিক সমাধান নিয়ে সম্পর্কে স্বাস্থ্য ডটটিভির সঙ্গে কথা বলেছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এর গ্লুকোমা বিভাগের প্রধান অধ্যাপক ডা. ইফতেখার মো. মুনির।

You may also like