ত্বকের সমস্যায় ভোগেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তবে সব থেকে বিরক্তিকর সমস্যা হচ্ছে মুখের ব্রণ ও বলিরেখা। এগুলো ত্বকের বারোটা বাজানোর সঙ্গে সঙ্গে সৌন্দর্যেরও ব্যাঘাত ঘটায়। তবে এই সমস্যার একমাত্র সমাধান সজনে পাতা। সজনে ডাঁটার পুষ্টিগুণ সম্পর্কে সবারই জানা। কিন্তু ত্বকের যত্নেও সজনের গুণ সম্পর্কে অনেকেরই অজানা।
আসুন জেনে নেয়া যাক ত্বকের যত্নে সজনে পাতার ব্যবহার সম্পর্কে..
তৈরি ও ব্যবহার পদ্ধতি :
প্রথমে সজনে পাতা রোদে ভালোভাবে শুকিয়ে নিন। এরপর রোদে শুকানো সজনে পাতা ভালো করে গুঁড়া করে নিন। একটি পাত্রে আধা টেবিল চামচ সজনে গুঁড়ার সঙ্গে এক টেবিল চামচ মধু, এক টেবিল চামচ গোলাপজল এবং আধা টেবিল চামচ লেবুর রস যোগ করুন। বেশি ঘন মনে হলে সামান্য পানি দিয়ে মসৃণ পেস্ট বানিয়ে নিন। এবার এই ফেস প্যাকটি মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এর ব্যবহারে খুব দ্রুতই ব্রণ ও বলিরেখার হাত থেকে রেহাই পেয়ে যাবেন।
ত্বকের যত্নে সজনে পাতার উপকারিতা :
* সজনে পাতার গুঁড়া ত্বকের বলিরেখা দূর করে।
* ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে মসৃণ ও সুন্দর করে।
* ত্বকের কালচে ছোপ দূর করে।