Connect with us

জেনে রাখুন, সুস্থ থাকুন

করোনাভাইরাস গর্ভের ভ্রূণকে প্রভাবিত করতে পারে, গবেষণায় চাঞ্চল্য

Published

on

করোনাভাইরাস সার্স কোভ ২ (SARS Cov-2) গর্ভনালী (Umbilical Cord) সংক্রমিত না করেই ভ্রূণকে (Embryo) প্রভাবিত করতে পারে বলে তথ্য উঠে এসেছে গবেষণায়।

বিগত দুই বছরে করোনা পুরো বিশ্বকে বিপর্যস্ত করে তুলেছে। বিজ্ঞ্যানিরা এখনও পর্যন্ত করোনার সঠিক ও উপযোগী চিকিৎসার সন্ধান খুঁজে বের করতে পারেনি। কিন্তু ইমিউনিটি বাড়িয়ে তোলা টিকা করোনার প্রভাবে মানুষের মৃত্যুর সংখ্যা কিছুটা হলেও কম করেছে। কিন্তু এই করোনাভাইরাস আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও বিপদে ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথের (Institutes Of Health) দ্বারা করা একটি নতুন গবেষণায় বলা হয়েছে, করোনা ভাইরাস সার্স কোভ ২ (SARS Cov-2) গর্ভনালী (Umbilical Cord) সংক্রমিত না করেই প্রভাবিত করতে পারে ভ্রূণকে (Embryo)।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথের দ্বারা করা সেই গবেষণায় বলা হয়েছে যে, করোনা প্রেগনেন্সির সময় গর্ভনালীকে সংক্রমিত না করলেও, প্রভাবিত করতে পারে ভ্রূণকে। যদি গর্ভবতী মা করোনা দ্বারা আক্রান্ত হয় তাহলে তার প্রভাব ভ্রূণ এবং সেই বাচ্চার ওপরে পড়তে পারে। আমেরিকার ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথের রিসার্চ প্রকাশ করা হয়েছে নেচার কমিউনিকেশন (Nature Communications) জার্নালে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথের রিসার্চাররা লিমিটেড লেভেলে প্রায় ২৩ জন গর্ভবতী মহিলার ওপরে সেই গবেষণা করে। এর মধ্যে প্রায় ১২ জন মহিলা করোনা পজিটিভ ছিল এবং প্রায় ৮ জন মহিলা উপসর্গহীন ছিল, যাদের কোনও করোনার লক্ষণ ছিল না। এর মধ্যে একজন মহিলার হালকা লক্ষণ ছিল এবং তিন জনের অবস্থা গুরুতর ছিল। রিসার্চাররা ডেলিভারির পরে মায়ের রক্ত এবং গর্ভনালীর রক্ত তুলনা করে এবং বাচ্চার মধ্যে প্রতিরক্ষা প্রতিক্রিয়ার তুলনামুলক গবেষণা করে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথের রিসার্চাররা যে গবেষণা করে, সেই গবেষণায় বেরিয়ে আসে যে, মা, বাচ্চা এবং গর্ভনালী টিস্যুর মধ্যে ভাইরাসজনিত ইনফ্লেমেটরি ইমিউন রেসপন্স দেখতে পাওয়া যায়। এর ফলে লক্ষ্য করা যায় যে করোনাভাইরাস সার্স কোভ ২ গর্ভনালীকে সংক্রমিত না করেই প্রভাবিত করতে পারে ভ্রূণকে। আমেরিকার ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথের রিসার্চারদের গবেষণায় লক্ষ্য করে দেখা যায় যে করোনাভাইরাস অর্থাৎ সার্স কোভ ২ দ্বারা সংক্রমিত হওয়া গর্ভবতী মহিলাদের ইমিউন সেলের এন্ট্রি ভাইরাল লেভেল কম ছিল। এর ফলে সেই সকল গর্ভবতী মহিলাদের ভ্রূণ এবং বাচ্চার প্রভাব পড়তে পারে।

Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন4 weeks ago

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই।...

খাদ্য ও পুষ্টি1 month ago

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা...

জেনে রাখুন, সুস্থ থাকুন1 month ago

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের...

Advertisement