সমস্যা : আমার বয়স ২২ বছর। আমার বিয়ের আগে মাসিক সময়মতো হতো। সন্তান হওয়ার পর একবারও মাসিক হয়নি। সন্তানের বয়স ৪ মাস ১৫ দিন। অনুগ্রহপূর্বক ব্যবস্থাপত্র দিলে উপকৃত হতাম।
-নাম প্রকাশে অনিচ্ছুক, জয়পুরহাট।
পরামর্শ : আপনার এখন মাসিক না হওয়াটা কোন অসুস্থ্যতা বা অস্বাভাবিক কিছু নয়। বাচ্চা হওয়ার পর যে সকল মহিলা বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় তাদের মাসিক বিভিন্ন সময় পর্যন্ত বন্ধ থাকতে পারে। সাধারণত ৬মাস থেকে ২ বছর পর্যন্ত মাসিক বন্ধ থাকে। কিন্তু এই অবস্থায় সতর্কতা অর্থাৎ জন্ম নিয়ন্ত্রনের ব্যবস্থা না নিলে আবার বাচ্চা পেটে আসতে পারে। অতএব এই সময় জন্ম নিয়ন্ত্রনের জন্য কনডম ব্যবহার করা উচিত।