#HealthyEating #স্বাস্থ্যসম্মত_খাদ্যাভ্যাস #পুষ্টিকর_খাদ্য #পুষ্টিকর_খাদ্যাভ্যাস #করোনায়_খাদ্যাভ্যাস
রক্তস্বল্পতাজনিত রোগীদের করোনাকালীন পুষ্টি সচেতনতা নিয়ে কথা হবে Healthy Eating এর এ পর্বে। আপনি প্রশ্ন করতে পারেন, জানাতেন পারেন আপনার সমস্যার কথা। আমাদের লাইভ কমেন্ট বক্সে প্রশ্ন বা মন্তব্য করলে আপনার প্রশ্নের উত্তর দিবেন আমাদের আমন্ত্রিত অতিথি। আমাদের সাথেই থাকুন।
ভালো খাদ্য অভ্যাস বলতে শুধু ভালো ভালো খাবার খাওয়াকে বুঝায় না। ভালো খাদ্যাভ্যাস বলতে বোঝায় যা স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণ সম্পন্ন খাদ্যগ্রহণ। খাদ্য গ্রহণের মাধ্যমে দেহের পুষ্টি সাধিত হয় ও স্বাস্থ্য ভালো থাকে। তাই সুস্থ জীবনের জন্য মানুষের স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার গ্রহণ করা প্রয়োজন। স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস তৈরির জন্য স্বাস্থ্য.টিভির নিয়মিত আয়োজন Healthy Eating (স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস)। এ পর্বে কথা হবে করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারের খাদ্য ব্যবস্থাপনা নিয়ে।
অতিথি হিসেবে থাকছেন-
মাহফুজা নাসরীন শম্পা
ক্লিনিক্যাল ডায়টেশিয়ান ও কনসালটেন্ট
ইম্পালস্ হাসপাতাল
অন��ষ্ঠানটি সঞ্চালনায় থাকছেন-
পুষ্টিবিদ নাহিদা আহমেদ
—————————————————-
লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন…
স্বাস্থ্য, চিকিৎসা ও লাইফস্টাইলবিষয়ক নিয়মিত আপডেট পেতে SUBSCRIBE করুন স্বাস্থ্য.টিভি চ্যানেল।
⇒ Subscribe Our YouTube Channel: https://bit.ly/2KrEMsq
⇒ Like Us ON Facebook: https://www.facebook.com/Shastho.TV/
⇒ Website: http://www.Shastho.TV/
⇒ Website: http://www.Shastho.TV/Live