Home বিবিধদাঁত প্রতিস্থাপন কতটা জরুরি – Dental Implant in Bangladesh

দাঁত প্রতিস্থাপন কতটা জরুরি – Dental Implant in Bangladesh

https://www.youtube.com/watch?v=fDd1g25ZYuM

দেহের সুস্থতার সঙ্গে ওতপ্রোতভাবে আমাদের জড়িয়ে আছে মুখ ও দাঁতের সুস্থতা। একটি দাঁতের ব্যথায় মুহূর্তেই বিপর্যস্ত হয়ে পড়ে আমাদের শরীর-মন। তাই দাঁত নিয়ে অবহেলা তো নয়ই, উপরন্তু প্রয়োজন সচেতনা ও বাড়তি সতর্কতা। অবহেলা বা দুর্ঘটনা যেকোনো কারণেই আমাদেরকে হারাতে হয় মূল্যবান এক বা একাধিক দাঁত। দাঁতের পরিচর্যায় অবহেলায় গর্ত, ক্ষয় কিংবা ভেঙে যাওয়ার কারণে অনেক সময় ফেলেও দিতে হয়। এমন অবস্থায় দাঁত প্রতিস্থাপন কতটা জরুরি? এসম্পর্কে বিস্তারি জানিয়েছেন ডা. খালেদ মোহাম্মদ ইসলাম (তান্না)। তিনি উদয়ন ডেন্টাল কলেজ, রাজশাহীর সহযোগি হিসেবে দায়িত্ব পালন করছেন।

You may also like