॥ ই-হেলথ২৪ রিপোর্ট ॥ ইন্টার্নি চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ২২মে মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি পালন করছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকেরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত রোববার মো. জাকির হোসেন নামের এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যান তাঁর স্বজনেরা। কিন্তু ওই সময় হাসপাতালে চিকিৎসক না থাকার অভিযোগ তুলে অপারেশন থিয়েটারের সামনে ব্যাপক ভাঙচুর চালায় তারা।
এতে ইন্টার্নি চিকিৎসকেরা নিরাপত্তার অভাব বোধ করেন। এ ঘটনায় ২২ মে সকাল থেকে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেন তাঁরা।
ইন্টার্নি চিকিৎসকদের অভিযোগ, প্রায়ই এ ধরনের রোগী হাসপাতালে আসেন। অনেকে ক্ষেত্রে পরিস্থিতি বুঝে ওঠার আগে রোগীর সঙ্গে আসা লোকজন ভাঙচুর ও চিকিৎসকদের ওপর হামলা চালায়। এতে ইন্টার্নি চিকিৎসকদের চিকিৎসা প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। বিঘ্ন ঘটছে হচ্ছে তাঁদের নিরাপত্তায়।
ইন্টার্নি চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাঁরা এই কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ইন্টার্নি চিকিৎসকদের এই কর্মবিরতির ফলে দুর্ভোগে পোহাচ্ছেন সাধারণ রোগীরা। মুমূর্ষু রোগী ছাড়া অন্য কোন রোগীকে ভর্তি করা হচ্ছে না।