নির্বাচিত
ইমকাস’র কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ৯ অক্টোবর

ইব্রাহিম মেডিকেল কলেজ অ্যালামনাই সোসাইটির (ইমকাস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ অক্টোবর। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী তালিকা ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে।
২০১৬ সালে প্রতিষ্ঠিত এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধক কার্যালয় (আরজেএসসি) কর্তৃক নিবন্ধিত এই সংগঠনের প্রায় চার শতাধিক সদস্যের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য ইমকাস কার্যনির্বাহী পরিষদের নতুন নেতৃত্ব নির্বাচিত হবেন।
নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে জানানো হয়, নমিনেশন সংগ্রহ করার পর মোট ২৪ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েছে। মোট আট পদে ভোট অনুষ্ঠিত হবে। অর্গানাইজিং সেক্রেটারি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি, কালচারাল অ্যান্ড স্পোর্টস সেক্রেটারি এবং সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি পদে কেবলমাত্র একজন করে প্রার্থী থাকায় এসব পদে ভোট হবে না।
আটটি পদের মধ্যে কেবল জয়েন্ট সেক্রেটারি পদের ভোটারগণ দুইটি ভোট প্রদানের সুযোগ পাবেন, বাকি সকল পদে ভোটারগণ কেবল একটি ভোট দেবেন।
এবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব পালন করছেন ইব্রাহিম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও অ্যানাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জেসমিন আক্তার এবং সহ-প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাসুদা মোহসেনা।
আসন্ন নির্বাচন নিয়ে মেডিকেল কলেজটির সাবেক সদস্যদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থী ও ভোটার সকলের প্রত্যাশা এই নির্বাচনের মধ্য দিয়ে ইমকাসের কাজ আরো গতিশীল হবে।