Connect with us

প্রধান খবর

এখনো মৃত্যু বেশি ঢাকা ও চট্টগ্রামে

Published

on

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু কমছে। তবে এখনো দৈনিক শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে করোনায়। আগের চেয়ে কমে এলেও এখনো বেশি মানুষের মৃত্যু হচ্ছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে।

শুরু থেকে সংক্রমণ ও মৃত্যু বেশি ছিল ঢাকা ও চট্টগ্রামে। গত জুন থেকে সীমান্তবর্তী জেলাগুলোতে পরিস্থিতির দ্রুত অবনতি হতে থাকে। এ সময় দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল তথা রাজশাহী ও খুলনা অঞ্চলে সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। একপর্যায়ে দৈনিক মৃত্যুতে ঢাকাকেও ছাড়িয়ে যায় খুলনা বিভাগ। এর আগে রাজশাহীতে মৃত্যু বেড়েছিল। এখন ওই দুই বিভাগে মৃত্যু কমেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত এক সপ্তাহে (১৫-২১ আগস্ট) সবচেয়ে বেশি ৩৫৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর পরের অবস্থানে থাকা চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ২৪৪ জন। এই এক সপ্তাহে খুলনায় ১০৩ জনের মৃত্যু হয়েছে করোনায়।

জেলাওয়ারি হিসাবেও সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়। মহানগরসহ ঢাকা জেলায় এখন পর্যন্ত ৭ হাজার ২৩৪ জনের মৃত্যু হয়েছে, যা দেশে মোট মৃত্যুর প্রায় ২৯ শতাংশ। ঢাকার পর মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে কুমিল্লা। এই জেলায় মোট ১ হাজার ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। আর চট্টগ্রাম জেলায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩০৩ জনের।

Advertisement

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। চলতি বছরের মার্চ থেকে দেশে সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়। দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে ৫ এপ্রিল থেকে বিধিনিষেধ ঘোষণা করেছিল সরকার। এর প্রভাবে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে সংক্রমণ কমতে শুরু করেছিল। কিন্তু পবিত্র ঈদুল ফিতরের আগে-পরে বিধিনিষেধ ঢিলেঢালা হয়ে পড়েছিল। এ কারণে ঈদের পর থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। জুলাই মাসে এসে পরিস্থিতি ভয়ংকর আকার ধারণ করে। তবে চলতি মাসের শুরু থেকে সংক্রমণ নিম্নমুখী।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে মোট ২৩ হাজার ৮৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ হাজার ৯৯১ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে গতকাল রোগী শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৭১ শতাংশ। এই নিয়ে গত টানা পাঁচ দিন রোগী শনাক্তের হার ২০ শতাংশের নিচে থাকল।

সংক্রমণের পাশাপাশি মৃত্যুও কমছে। গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত ১২০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ৫১ দিনের মধ্যে এটি সর্বনিম্নসংখ্যক মৃত্যুর রেকর্ড। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ৪০ জন মারা গেছেন ঢাকা বিভাগে, এরপর চট্টগ্রামে মৃত্যু হয়েছে ২৭ জনের।

গতকাল পর্যন্ত দেশে ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন সুস্থ হয়েছেন। আর মৃত্যু হয়েছে ২৫ হাজার ১৪৩ জনের। মোট শনাক্তের সংখ্যা বিবেচনায় গতকাল পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৩ শতাংশ।

Advertisement

জনস্বাস্থ্যবিদেরা বলছেন, ঈদের আগে-পরে কঠোর বিধিনিষেধের ফলে সংক্রমণ কমে এসেছে। কিন্তু এখন আবার রাস্তাঘাট, যানবাহন, শপিং মল, পর্যটন স্পটগুলোতে মানুষের ভিড় বাড়ছে। এতে আবার সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।

Continue Reading
Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন4 weeks ago

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই।...

খাদ্য ও পুষ্টি1 month ago

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা...

জেনে রাখুন, সুস্থ থাকুন1 month ago

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের...

Advertisement