Connect with us

প্রধান খবর

১২ থেকে ১৭ বছরের শিশুদের মডার্নার টিকা দেওয়ার অনুমতি ইইউ’র

Published

on

করোনা সংক্রমণ এড়াতে ১২ থেকে ১৭ বছর বয়সী কিশোরদের মডার্নার টিকা দেওয়ার অনুমতি দিয়েছে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ)। ইউরোপের এ ওষুধ সংস্থার পক্ষ থেকে কিশোর বয়সীদের জন্য এটি দ্বিতীয় টিকার অনুমোদন। এর আগে গত মে মাসে ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দিয়েছিল ইএমএ। সাবালকদের মতোই নাবালকদেরও নিতে হবে টিকার দু’টি ডোজ।

ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি- ইএমএ (European Medicines Agency) জানিয়েছে, ১৮ বছর বা তার বেশি বয়সের ব্যক্তিদের মতোই ১২ থেকে ১৭ বয়সীদের উপরে স্পাইকভ্যাক্স টিকা (Spikevax) ব্যবহার করা যাবে। নিতে হবে টিকার দু’টি ডোজ। মাঝে থাকবে ৪ সপ্তাহের ব্যবধান। মডার্নার স্পাইকভ্যাক্স (Spikevax) টিকা পরীক্ষামূলকভাবে ৩ হাজার ৭৩২ জন শিশুর উপরে ব্যবহার করা হয়েছিল। পরীক্ষায় দেখা গিয়েছে ১৮ থেকে ২৫ বছরের ব্যক্তিদের মতোই ১২ থেকে ১৭ বয়সীদের শরীরে কোভিড প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হচ্ছে এই টিকা। প্রসঙ্গত, স্পাইকভ্যাক্স (Spikevax) মানব কোষে করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন তৈরি করে। তা শরীরে আসল সংক্রমণ না ঘটিয়ে গড়ে তোলে প্রতিরোধ ক্ষমতা।

ইএমএ বলছে, যুক্তরাষ্ট্রের টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার তৈরি টিকার দুই ডোজ চার সপ্তাহ ব্যবধানে প্রয়োগ করতে হয়। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ওষুধ সংস্থার পরামর্শ মেনে ইউরোপিয়ান কমিশন এখন মডার্নার টিকার ব্যবহার বাড়াবে।

ইউরোপিয়ান ইউনিয়ন জানিয়েছে, এ পর্যন্ত ২০ কোটি ইউরোপীয়দের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। গ্রীষ্মের আগে নির্ধারিত লক্ষ্যের চেয়ে তা ৭০ শতাংশ কম।

ইএমএ বলছে, মডার্নার টিকা নিয়ে পরীক্ষা চালিয়েছে তারা। ১২ থেকে ১৭ বছর বয়সী ৩ হাজার ৭৩২ কিশোরের ওপর পরীক্ষা চালিয়ে ১৮ থেকে ২৫ বছর বয়সী যুবকদের মতোই ফল পাওয়া গেছে। পরীক্ষায় দেখা গেছে, যারা টিকা পেয়েছে, তারা কেউ করোনায় সংক্রমিত হয়নি।

Advertisement

মডার্নার তৈরি স্পাইকভ্যাক্স নামের টিকাটি ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রাপ্তবয়স্কদের দেওয়া হচ্ছে। ফাইজারের আরএনএ টিকার মতোই মডার্নার টিকায় থাকা আরএনএ নতুন অ্যান্টিবডি তৈরি করে, যা শরীরকে কোভিড সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত করে।

স্পাইকভ্যাক্স টিকাটি যুক্তরাষ্ট্র ও কানাডার প্রাপ্তবয়স্কদেরও দেওয়া হচ্ছে। এ দুটি দেশে কিশোরদের টিকাটি দেওয়ার জন্য অনুমতি চেয়েছে প্রতিষ্ঠানটি।

Continue Reading
Advertisement