Connect with us

প্রধান খবর

করোনায় নারীর স্বাস্থ্যঝুঁকি বাড়াবে!

Published

on

সমগ্র পৃথিবীই এখন করোনাময়। ধনী-দরিদ্র, রাজা-প্রজা, কুলি শ্রমিক যেখানে এক হয়ে গেছেন। বিশ্বের সবচেয়ে ক্ষমতাসীন রাষ্ট্র যুক্তরাষ্ট্র থেকে দুর্বল ভুটান পর্যন্ত করোরাভাইরাসের কুপোকাত।যা মানুষ কোন দিন কল্পনাও করেনি বা করতে পারেনি। বর্তমান বিশ্বের নবাগত পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে আজ পুরো বিশ্বই বিপর্যস্ত। বিশ্ব জুড়ে চলছে করোনা মহামারি। প্রাণঘাতি এ ভাইরাস থেকে বাঁচতে দেশে-দেশে চলছে লকডাউন, কার্ফু। পৃথিবী এত বড় বিপর্যয় এর আগে কখনো দেখেনি। করোনাভাইরাসের বিস্তারে বিশ্ব অর্থনীতিতে নেমে এসেছে বিপর্যয়। বিশ্বের প্রায় প্রতিটি দেশের অর্থনীনৈতিক খাতগুলো মুখ থুবড়ে পড়েছে। ঘরবন্দী হওয়ায় কর্মহীন হয়ে পড়েছে মানুষ। এ পরিস্থিতিতে নারীর প্রতি সহিংসতা বাড়বে। ঝুঁকিতে পড়বে নারী ও মেয়ে শিশুর প্রজনন স্বাস্থ্য।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) এক বৈশ্বিক প্রতিবেদনে এ আশংকার কথা বলা হয়েছে। সম্প্রতি নিউইয়র্ক থেকে ‘ইমপ্যাক্ট অব দ্য কোভিড-১৯ পেনডেমিক অন ফ্যামিলি প্লানিং এন্ড এন্ডিং জেন্ডার বেসড ভায়োলেন্স ফিমেল জেনিটাল মিউটিলেশন এন্ড চাইল্ড ম্যারেজ’ শীর্ষক এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ এর কারণে নি¤œ মধ্যম আয়ের ১১৪টি দেশে প্রায় ৪ কোটি ৭০ লাখ নারী আধুনিক পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে। ফলে অনাকাংখিত গর্ভধারণ অনিরাপদ গর্ভপাতের হার বাড়বে। ধারণা করা হচ্ছে, ভাইরাস বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশের বিদ্যমান লকডাউন ৬ মাস অব্যাহত থাকলে বিশ্বে অতিরিক্ত ৭০ লাখ অনাকাংখিত গর্ভধারণ এবং অতিরিক্ত ৩ কোটি ১০ লাখ সহিংসতার ঘটনা ঘটবে।
ইউএনএফপিএর পর্যালোচনা মতে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন দেশে পরিবার পরিকল্পনার চাহিদা পুরণে বাধা, স্বাস্থ্য কর্মীদের সংকট বা স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার কারণে যথাযথ সেবাদানে বিঘœ ঘটতে পারে। অন্যদিকে করেনা ভাইরাসে সংক্রমিত হওয়ার ভয়ে সেবা নিতে যাওয়া নারীর সংখ্যাও কমে যাচ্ছে। ইউএনএফপিএর হেল্থ সিস্টেম স্পেশালিস্ট দেওয়ান মো. ইমদাদুল হক বলেন, বাংলাদেশের মত দেশগুলোতে মোট জনসংখ্যার ২৫ শতাংশ প্রজননক্ষম(১৫-৪৯ বছর) জনসংখ্যা। এই জনসংখ্যার মধ্যে গর্ভধারণ করে ১৫ শতাংশ। এদের মধ্যে গর্ভকালীন জটিলতায় অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দিতে হয় ৫ থেকে ১৫ শতাংশকে। তবে দেশের এই পরিস্থিতিতে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে গর্ভকালীন, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী সেবা নেওয়ার হার কমবে। মায়েরা সংক্রমিত হওয়ার ভয়ে স্বাস্থ্য কেন্দ্রে যেতে চাইবেন না। আবার যে নারী কোভিড-১৯ আক্রান্ত, তাকে সেবা দেয়া নিয়েও জটিলতা দেখা দিচ্ছে।
করোনাভাইরাসের বিস্তারের ফলে বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা এবং অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে কি না তা নিয়ে এখন পর্যন্ত তেমন কোন গবেষণা হয়নি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত সূত্র থেকে পাওয়া তথ্য অনুসারে ঢাকা মহানগর এলাকায় গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল ১০ দিনে ধর্ষণ, যৌতুকের দাবিতে নির্যাতন, যৌন নিপীড়ন ও অপহরণের ২৮টি মামলা হয়েছে। এর মধ্যে ৯টি ধর্ষণের, ৮টি যৌতুকের জন্য নির্যাতন ৫টি অপহরণ এবং ৬টি যৌন নির্যাতনের মামলা।
ব্র্যাকের নারী নির্যাতন প্রতিরোধ উদ্যেগের পরিচালক বলেন, ‘এ অবস্থার মধ্যেও সমাজে নারী-পুরুষ,ধনী-দরিদ্র বৈষম্য চলছে। এই সময়ে বিশেষভাবে নারীর অবস্থা বুঝতে যে জরিপ চালানো হয়েছে, তাতে দেখা গেছে মাস্ক ব্যবহারেও নারী সমঅধিকার পাচ্ছেনা। ৭০ শতাংশ পুরুষ যেখানে মাস্ক ব্যবহার করছেন সেখানে নারীর সংখ্যা ৩৫ শতাংশ। জরিপে অংশগ্রহণকারীদের ৩২ শতাংশ বলেছেন এই সময়ে পরিবার ও পাড়ায় নারীর ওপর সহিংসতা আরো বেড়েছে।
ইউএনএফপিএর প্রতিবেদনে বলা হয়েছে, বাল্য বিবাহ বন্ধের পরিকল্পিত চেস্টা ব্যাহত হবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উপ-পরিচালক সাবিহা জামান বলেন, খুব শিগগিরই মরণঘাতি এ ভাইরাস থেকে আমরা মুক্তি পাচ্ছিনা। এখন পর্যন্ত যা অবস্থা তাতে বলতে গেলে করোনা মানব জাতির নিত্য সঙ্গী হয়ে গেছে। বদলে গেছে পৃথিবী। কোনভাবেই পৃথিবী আর আগের মত স্বাভাবিক হতে পারবেনা। মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আসবেই। এ ভাইরাসটির বিস্তার থামলে কিংবা দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সমাজে এর প্রভাব দৃশ্যমান হবেই। দেখা যাবে মেয়ে শিশুদের স্কুলে উপস্থিতি ছেলে শিশুর তুলনায় কমে গেছে। এরপর যে কোন উপায়েই হোক মেয়ের বিয়ে দিয়ে দেয়ার চেস্টা করা হয়। ওয়ার্ল্ড ভিশনের তথ্য অনুযায়ী মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দেশে ২১টি বাল্যবিবাহের ঘটনা ঘটেছে। পরিবার পরিকল্পনায়ও বিঘœ ঘটছে। অনাকাংখিত গর্ভধারণ, গর্ভপাত প্রসঙ্গে জানতে চাইলে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এক পরিচালক বলেন, এখন স্বাস্থ্য কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সেবা দেয়ার কার্যক্রমে কিছুটা বিঘœ ঘটছে। মানুষ অলস সময় কাটাচ্ছে বলে নারীদের গর্ভধারনের সংখ্যা বেড়ে যাওযার একটা সম্ভাবনা থাকে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল হোসেন বলেন, বর্তমানে মানুষের কাজ নেই, হাতে টাকা পয়সা নেই, এমন অবস্থায় পারিবারিক নির্যাতন বাড়ার একটা আশংকা আছে।

Continue Reading
Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন4 weeks ago

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই।...

খাদ্য ও পুষ্টি1 month ago

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা...

জেনে রাখুন, সুস্থ থাকুন1 month ago

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের...

Advertisement