Connect with us

প্রধান খবর

আরও ৭ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

Published

on

নানা অনিয়মের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারে অবস্থিত ছয়টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং একটি ব্লাড ব্যাংক বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

মঙ্গলবার (১০ আগস্ট) অধিদফতরের হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিক শাখার মেডিকেল অফিসার ডা. মো. মাহমুদউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা টাওয়ার, মোহাম্মদপুর, ঢাকায় অবস্থিত ছয়টি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং একটি ব্লাড ব্যাংকসহ মোট সাতটি প্রতিষ্ঠানে গত ২৮ জুলাই আকস্মিক পরিদর্শনে নানা অনিয়ম পরিলক্ষিত হয়। প্রাপ্ত অনিয়মের ভিত্তিতে মহাপরিচালকের অনুমোদন সাপেক্ষে সাতটি প্রতিষ্ঠানকে সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয় এবং কেন তাদের লাইসেন্স বাতিল হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।

প্রতিষ্ঠানগুলো হলো-

১. প্রাইম অর্থোপেডিক ও জেনারেল হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।

Advertisement

২. ঢাকা হেলথকেয়ার হসপিটাল।

৩. রিমেডি কেয়ার লিমিটেড।

৪. লাইফ কেয়ার জেনারেল হসপিটাল।

৫. যমুনা জেনারেল হসপিটাল।

৬. রয়াল মাল্টিকেয়ার স্পেশালটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

Advertisement

৭. রাজধানী ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার।

Continue Reading
Advertisement