Home বিবিধBFDS ও ডেন্টিস্ট্রি নিয়ে প্রাসঙ্গিক ভাবনা | Dental Adda | ShasthoTV

BFDS ও ডেন্টিস্ট্রি নিয়ে প্রাসঙ্গিক ভাবনা | Dental Adda | ShasthoTV

by স্বাস্থ্য ডটটিভি কনটেন্ট কাউন্সিলর
https://www.youtube.com/watch?v=DOSD64izv-Q

ডেন্টাল চিকিৎসকদের অন্যতম সংগঠন বাংলাদেশ ফেডারেশন অব ডেন্টাল সাইন্স (Bangladesh Federation of Dental Science-BFDS) এবং দেশের ডেন্টাল চিকিৎসার সমকালীন ভাবনা নিয়ে কথা হবে এবারের ডেন্টাল আড্ডায়।

BFDS ও সমকালীন ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বাংলাদেশ ফেডারেশন আব ডেন্টাল সাইন্সের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. রকিবুল হোসাইন রুমি। তিনি পাইওনিয়ার ডেন্টাল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সাবেক সহসভাপতি অধ্যাপক ডা. রকিবুল হোসাইন রুমি রোটারী ক্লাব অব ঢাকার সাবেক সাধারন সম্পাদক। তিনি সাবেক অভিভাবক প্রতিনিধি, ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজ।

আড্ডায় থাকতে চোখ রাখুন বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত দশটায়।

আয়োজনটি সঞ্চলনা করছেন স্বাস্থ্য.টিভি এর সম্পাদক বিশিষ্ট চিকিৎসক, সাংবাদিক ও গবেষক ডা. আওরঙ্গজেব আরু।

You may also like