Connect with us

স্বাস্থ্য সংবাদ

সন্তানকে স্তন পান করালে ডায়াবেটিসের ঝুঁকি কমে

সন্তানকে বুকের দুধ পান করালে ডায়াবেটিসে ঝুঁকি অনেকাংশে কমে যায়। সল্ফপ্রতি আমেরিকান জার্নাল অব মেডিসিনে এ তথ্য প্রকাশিত হয়েছে। চমকপ্রদ এ গবেষণাটি পরিচালনা করেন পির্টসবার্গ বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক এলিনর বিমলা সোয়ারেজ। এ গবেষণায় ২২৩৩ জন নারী অংশগ্রহণ করেন। এদের মধ্যে ৪০৫ জন কখনোই গর্ভধারণ করেননি। ১১২৫ জন নারী সন্তানকে বুকের দুধ পান করিয়েছেন […]

Published

on

সন্তানকে বুকের দুধ পান করালে ডায়াবেটিসে ঝুঁকি অনেকাংশে কমে যায়। সল্ফপ্রতি আমেরিকান জার্নাল অব মেডিসিনে এ তথ্য প্রকাশিত হয়েছে। চমকপ্রদ এ গবেষণাটি পরিচালনা করেন পির্টসবার্গ বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক এলিনর বিমলা সোয়ারেজ। এ গবেষণায় ২২৩৩ জন নারী অংশগ্রহণ করেন। এদের মধ্যে ৪০৫ জন কখনোই গর্ভধারণ করেননি। ১১২৫ জন নারী সন্তানকে বুকের দুধ পান করিয়েছেন এবং ৭০৩ জন সন্তানকে কখনও বুকের দুধ পান করাননি। এতে দেখা যায়, যারা সন্তানকে বুকের দুধ খাইয়েছেন তাদের পরবর্তীকালে ডায়াবেটিস কম হয়েছে।

Continue Reading
Advertisement