Connect with us

বিবিধ

এস্থেটিক ডেন্টিস্ট্রি বা ক্রিয়েটিভ স্মাইল ডিজাইন কি? কতটা জরুরি

Published

on

বাংলাদেশের ডেন্টাল চিকিৎসা খাতে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা নিয়ে আয়োজন স্বাস্থ্য ডটটিভি ডেন্টাল আড্ডা। লাইভ অনুষ্ঠানে কথা বলেন ডেন্টালের বিশেষজ্ঞ চিকিৎসারা। এই পর্বে আলোচনা করেছেন এস্থেটিক ডেন্টিস্ট্রি বিশেষজ্ঞ এবং ক্রিয়েটিভ স্মাইল ডিজাইনারখ্যাত অধ্যাপক ডা. মোস্তাক এইচ সাত্তার (বিডিএস, ডিডিএস, অফআইসিসিডিই,অফ আইসিডি)। তিনি ঢাকা ডেন্টাল কলেজের সাবেক অধ্যাপক। এছাড়াও সিটি ডেন্টাল কলেজের সাবেক অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ পর্বে বিষয়: এস্থেটিক ডেন্টিস্ট্রি

আয়োজনটি সঞ্চলনা করবেন স্বাস্থ্য.টিভি এর সম্পাদক, বিশিষ্ট চিকিৎসক, সাংবাদিক ও গবেষক ডা. আওরঙ্গজেব আরু।