॥ ই-হেলথ২৪ রিপোর্টার ॥ প্রিয় দেশবাসী, দ্বিতীয় শ্রেণীর মেধাবী ছাত্র মোঃ জিসানের জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সে কিডনির জটিল সমস্যায় আক্রান্ত। বর্তমানে সে ঢাকা শিশু হাসপাতালের ১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
বর্তমানে প্রতিদিন শুধু ইনজেকশনের জন্য খরচ হচ্ছে প্রায় ৫ হাজার টাকা। দীর্ঘ ৪ বছর ধরে শিশুটির চিকিৎসা চলছে। চিকিৎসার পেছনে এ পর্যন্ত প্রায় ৬ লাখ টাকা ব্যয় হয়েছে। তাকে সুস্থ করে তুলতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ জন্য প্রয়োজন আরও প্রায় ৫ লাখ টাকা।
কিন্তু শিশুটির মাতা-পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ধামরাইয়ের কুনি কুশরা গ্রামে তাদের বাড়ি। শিশুটির পিতা লিটন মিয়া একজন দিনমজুর। চিকিৎসার পেছনে সহায়সম্পত্তি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি।
এমতাবস্থায়, শিশু জিসানের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার অসহায় মাতা-পিতা।
একটি ফুটফুটে শিশুর চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৮৩০৪৫৭৪১৪।
আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে-মোঃ লিটন মিয়া, রূপালী ব্যাংক লিঃ, কুশরা শাখা, ধামরাই, সাভার, হিসাব নং ৫৯৬১।