Home স্বাস্থ্য সংবাদউইএ-এর রজত জয়ন্তী ও সম্মাননা প্রদান

উইএ-এর রজত জয়ন্তী ও সম্মাননা প্রদান

by স্বাস্থ্য ডটটিভি কনটেন্ট কাউন্সিলর
ওমেন এন্ট্রাপ্রেনিউরস এসোসিয়েশন (উইএ) এর ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী অনুষ্ঠান ও সম্মাননা প্রদান করা হয়।
৩০ মার্চ সন্ধ্যায় গুলশান ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান, তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও  ওমেন এন্ট্রাপ্রেনিউরস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রোকেয়া আফজাল রহমান,  রয়েল নরওয়েজিয়ান রাস্ট্রদূত সিডসেল বিকেন। অনুষ্ঠানে সংস্থার প্রেসিডেন্ট নিলুফার করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক শারমিন জাহান।
অনুষ্ঠানে সাবেক সভাপতি রোকেয়া আফজাল রহমান, মাসাররাত খান, শারমিন মুর্শিদ,  সাবরিনা ইসলাম ও নাসরিন রব রুবাকে সম্মাননা প্রদান করা হয়।
পরে সদস্যদের  ডিজাইন করা  শাড়ী ডিসপ্লে নিয়ে মনোজ্ঞ ফ্যাশন শো ‘শো কেসিং বাংলাদেশ” আয়োজন, সংগীতানুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।
উল্লেখ্য, উইএ (WEA)  একটি অরাজনৈতিক বেসরকারী সংগঠন হিসাবে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের উন্নয়নের ক্ষেত্রে নেটওয়ার্ক হিসাবে কাজ শুরু করে। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এটি বাংলাদেশের প্রথম নারী  উদ্যোক্তা সংস্থা।

You may also like