স্বাস্থ্য সংবাদ
উজবেকিস্তানে ওষুধ রপ্তানির অনুমতি পেয়েছে বায়োফার্মা
উজবেকিস্তানে ওষুধ রপ্তানির অনুমতি পেয়েছে বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়োফার্মা। এন্টিবায়োটিক ও ভিটামিনসহ ৫টি আইটেম রপ্তানির করবে প্রতিষ্ঠানটি। দেশটির স্বাস্থ্যমন্ত্রী প্রয়োজনীয় সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন অনুমোদনের ঘোষণা দিয়েছেন। বাণিজ্যমন্ত্রী ফারুক খানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের অনুরোধে উজবেকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ইকরামভ আদকান মঙ্গলবার এ ঘোষণা দেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফায়জুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ […]
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উজবেকিস্তানে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল পণ্য প্রবেশের ক্ষেত্রে দীর্ঘদিনের কাঙ্খিত অচলাবস্থার নিরসন হয়েছে এবং উজবেকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হলো। পর্যায়ক্রমে বাংলাদেশের অন্যান্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের উজবেকিস্তানে ফার্মাসিউটিক্যাল পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি হলো। উল্লেখ্য, উজবেকিস্তানের সাথে বাংলাদেশের বাণিজ্য উজবেকিস্তানের অনুকূলে রয়েছে। ২০০৯-১০ অর্থবছরে উজবেকিস্তান থেকে বাংলাদেশ ৪৪২ দশমিক ৮০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানির বিপরীতে রপ্তানির পরিমাণ ছিল মাত্র ৪ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার।