ডায়াবেটিস আক্রান্তদের সমস্যার শেষ নেই। এরা হৃদরোগে আক্রান্ত হন বেশি। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে মৃত্যুর মুখে পতিত হন অনেকেই। তাই বলা হয়, ডায়াবেটিস ও হৃদরোগ একই সূত্রে বাঁধা। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, রসুনের তেল ডায়াবেটিক রোগীদের হৃদরোগের ঝুঁকি কমায়। এ গবেষণার জন্য কয়েক হাজার ডায়াবেটিস রোগীকে বাছাই করা হয়। এদের মধ্যে দেখা যায়, যারা নিয়মিত রসুনের তেল খেয়েছেন তাদের হৃদরোগ অন্যদের চেয়ে অনেক কম হয়েছে। শুধু তাই নয়, তাদের হার্ট অ্যাটাকের পরিমাণও কমেছে বহুগুণ।