Connect with us

স্বাস্থ্য সংবাদ

দেশে প্রথমবারের মত অরগান ট্রান্সপ্ল্যানটেশনের ক্ষেত্রে সহায়ক ঔষুধ প্রস্তুত

ই-হেলথ২৪ ডেস্কদেশে এই প্রথমবারের মত অরগান ট্রান্সপ্ল্যানটেশনের ক্ষেত্রে সহায়ক ঔষুধ প্রস্তুত করছে টেকনো ড্রাগস লিমিটেড। কিডনি কিংবা লিভার এক মানবদেহ থেকে অন্য দেহে স্থাপনের সময় এটি ব্যবহ্রত হয়ে থাকে। ঔষুধটি শীঘ্রই বাজারজাত করা হবে বলে জানা গেছে। ঔষুধটির নাম মাইকোটিল (আর)। প্রতি টেবলেটের দাম ধরা হয়েছে ৫৫টাকা। রোববার দুপুরে ঢাকা ক্লাবে টেকনো ড্রাগস লিমিটেড আয়োজিত […]

Published

on

ই-হেলথ২৪ ডেস্ক
দেশে এই প্রথমবারের মত অরগান ট্রান্সপ্ল্যানটেশনের ক্ষেত্রে সহায়ক ঔষুধ প্রস্তুত করছে টেকনো ড্রাগস লিমিটেড। কিডনি কিংবা লিভার এক মানবদেহ থেকে অন্য দেহে স্থাপনের সময় এটি ব্যবহ্রত হয়ে থাকে। ঔষুধটি শীঘ্রই বাজারজাত করা হবে বলে জানা গেছে। ঔষুধটির নাম মাইকোটিল (আর)। প্রতি টেবলেটের দাম ধরা হয়েছে ৫৫টাকা।
রোববার দুপুরে ঢাকা ক্লাবে টেকনো ড্রাগস লিমিটেড আয়োজিত সেমিনারে এ তথ্য জানানো হয়। সেমিনারে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বারডেমের রেজিস্ট্রার ডা. জয়নাল আবেদিন। প্রধান অতিথি ছিলেন প্রফেসর এ কে আজাদ খান। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর এম এ সালাম, প্রফেসর মো. আবুল মনসুর ও প্রফেসর মো. আলী।

Continue Reading
Advertisement