এর আগে আপনারা “তিল বা আঁচিল, সৌন্দর্য নাকি বিপদ?” নিয়ে জেনেছেন। আজ আপনাদের সাথে আলোচনা করবো দাদ বা রিংওয়ার্ম এর লক্ষণ, কারণ ও প্রতিকার নিয়ে যেহেতু এটি নারী-পুরুষ-শিশু সবার একটি প্রধান সমস্যা! আয়নায় নিজেকে দেখুনতো ভালো করে, শরীরে কোথাও কি গোল চাকতির মত ফুসকুড়ি দেখা যাচ্ছে? জায়গাটা কি একটু চুলকাচ্ছে? তাহলে এখনি সচেতন হয়ে উঠুন। আপনি হয়ত ফাঙ্গাল স্কিন ডিজিজ-এ আক্রান্ত, যাকে আমরা ‘দাদ বা দাউদ’ নামে চিনি। রিংওয়ার্ম বা দাদ (Ringworm), চিকিৎসার পরিভাষায় ডার্মাটোফাইটোসিস (Dermatophytosis) নামে পরিচিত।
এই রোগটি মূলত কিছু ফাঙ্গাস-এর আক্রমণে হয়ে থাকে এবং সব থেকে চিন্তায় বিষয় হল রোগটি শরীরের যে কোনও অংশে হতে পারে। তবে নখ, ত্বক এবং স্ক্যাল্প-এ বেশি মাত্রায় হতে দেখা যায়। এছাড়া দাদ প্রথমে একটু থেকে হলেও পরে বাড়তে থাকে। প্রসঙ্গত, রিংওয়ার্ম বা দাদ এক ধরনের বিচ্ছিরি ছোঁয়াচে রোগ। তাই পরিবারের কেউ এমন রোগে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে চিকিৎসা করা উচিত। না হলে অল্পদিনেই কিন্তু বাকিদেরও এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
দাদ বা রিংওয়ার্ম এর কারণ
ছত্রাকের কারণে দাদ হয়ে থাকে। সাধারনত ভেজা বা স্যাঁতস্যাঁতে জায়গা এবং ভালোভাবে আলোবাতাস পায় না এধরনের জায়গায় ছত্রাকের জন্ম হয়।
অপরিস্কার অপরিচ্ছন্নতা, আটসাট অন্তর্বাস ব্যবহার করলে, অপরিষ্কার কাপড় ব্যবহার করলে।
সংক্রামক ব্যক্তির কাপড়, গামছা, তোয়ালে ব্যাবহার করলে দাদ হতে পারে।
মাথার চিরুনি দ্বারা ও পায়ের পুরনো মোজা দ্বারা সংক্রমিত হতে পারে।
দাদ এর কারণ মাথার চিরুনি ও পায়ের পুরনো মোজার সংক্রমণ
সাধারণত অপরিষ্কার-অপরিচ্ছন্ন শরীর, দীর্ঘ সময় ভেজা থাকে এমন শরীর, ত্বকে ক্ষত আছে এমন শরীরেই ছত্রাকগুলোর স্পোর দ্বারা আক্রান্ত হয়।
যারা বেশি ঘামেন এবং যাদের রোগ-প্রতিরোধ ক্ষমতা কম, তাদের আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। ঘাম এ রোগের জন্য দায়ী ফাঙ্গাসকে বৃদ্ধি করতে সাহায্য করে।
দাদ এক ধরনের চর্মরোগ। সাধারণত শরীরের এক জায়গায় গোল চাকতির মত ফুসকুড়ি উঠে চুলকানি হয়। আর একেই দাদ বলে। শরীরের বিভিন্ন জায়গায় দাদ হতে পারে। এছাড়া দাদ প্রথমে একটু থেকে হলেও পড়ে বাড়তে থাকে। দাদ রোগের কারণ ও প্রতিকার নিয়ে কথা বলেছেন চর্ম অ্যালার্জি ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. রহমত উল্লাহ সিদ্দিকী। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্ম এলার্জি ও যৌনরোগ বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া অরোরা স্কিন অ্যান্ড হেয়ার রিসার্চ ইনস্টিটিউট এর কনসালট্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।
যোগাযোগ: ৫৫/২, ইউনিয়ন হাইটস ( লেভেল -৪), পশ্চিম পান্থপথ, ঢাকা – ১২০৫।
বিস্তারিত জানতে কল করুন- 01717445255
———————————————-
#দাউদ#দাদ#দাঁদ#ফাঙ্গাল_ইনফেকশন#রিংওয়ার্ম#অরোরা_স্কিন #Aurora_Skin Related Tag দাউদের ট্যাবলেট, দাউদের ক্রিম, দাউদের ভালো ক্রিম, দাউদের ভালো ঔষধ, দাউদের ক্রিমের নাম, দাউদের সবচেয়ে ভালো ঔষধ, দাউদের ঔষধের নাম কি, দাউদের ট্যাবলেট এর নাম, দাউদ , ফাঙ্গাল ইনফেকশন , দাদ ,দাঁদ,রিংওয়ার্ম, দাউদ কেন হয় ,দাউদ এর কারণ,দাউদ প্রতিকার, দাউদ চিকিৎসা দাদ,দাউদ,দাওদ,দাদ ভালো হওয়ার ঔষধের নাম,দাদ বা দাউদ রোগের হাত হতে মুক্তির উপায়,দাদ রোগ সমূলে নির্মূল করার সহজ উপায়,দাদের ঔষধ,দাঁদ কি,দাউদের চিকিৎসা কী, দাদ ভালো হওয়ার ঔষধের নাম,দাদ বা দাউদ রোগের হাত হতে মুক্তির উপায়,দাদ রোগ সমূলে নির্মূল করার সহজ উপায়,অরোরা স্কিন ,Aurora Skin,অরোরা স্কিন এন্ড হেয়ার রিসার্চ ইন্সটিটিউট, Aurora Skin & Hair Research Institute,