স্বাস্থ্য সংবাদ
তামিমের হার্টে ছিদ্র ॥ চিকিৎসার জন্য সাহায্যে হাত বাড়ান
॥ ই-হেলথ২৪ রিপোর্টার ॥ প্রিয় দেশবাসী, শিশু তামিম ইসলামের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সে হৃদরোগের জটিল সমস্যায় ভুগছে। তার হার্টে কয়েকটি ছিদ্র দেখা দিয়েছে। জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসা ও অপারেশন করানোর জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ জন্য প্রয়োজন প্রায় ৪ লাখ টাকা। কিন্তু শিশুটির মাতা-পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। […]
॥ ই-হেলথ২৪ রিপোর্টার ॥ প্রিয় দেশবাসী, শিশু তামিম ইসলামের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সে হৃদরোগের জটিল সমস্যায় ভুগছে। তার হার্টে কয়েকটি ছিদ্র দেখা দিয়েছে। জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসা ও অপারেশন করানোর জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ জন্য প্রয়োজন প্রায় ৪ লাখ টাকা। কিন্তু শিশুটির মাতা-পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
শিশু তামিমের পিতা মোঃ আবু তালেব একজন নাপিত। প্রতিদিনের আয় ১৫০ থেকে ২০০ টাকা দিয়ে চলে তার সংসার। একমাত্র সন্তানের চিকিৎসার জন্য নিজের সহায় সম্বল বিক্রি করে তালেব নিঃস্ব প্রায়।
চিকিৎসার বাকি টাকার জন্য তিনি লোকজনের সহযোগিতার দিকে তাকিয়ে আছেন। বর্তমানে টাকার অভাবে শিশুটির চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় শিশু তামিমের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা।
একটি ফুটফুটে শিশুর চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৯২৫২৭৭৫১১।
আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে-মোঃ আবু তালেব, ডাচ্ বাংলা ব্যাংক লিঃ (অনলাইন), হিসাব নং ১৩৫.১০১.২২৬১৫০।
