॥ ই-হেলথ২৪ রিপোর্ট ॥ মোবাইল টেকনোলজির মাধ্যমে স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে কানাডা সরকার সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। কানাডিয়ান হাইকমিশনার হেদার ক্রুডেন বলেছেন, কানাডায় মোবাইল টেকনোলজির মাধ্যমে প্রতি বছর স্বাস্থ্য খাতে ৩০ মিলিয়ন ডলার সাশ্রয় করা হচ্ছে। বাংলাদেশেও তা সম্ভব।
বাগেরহাটে কমিউনিটি স্বাস্থ্য কর্মীদের মেডিকেল প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে গত ৫ জুন হেদার ক্রুডেন বলেন, স্বাস্থ্য সম্পর্কে মোবাইল সেল ফোনের মাধ্যমে সহজে জনসচেতনতা বৃদ্ধি করা যায়। তাই এই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ এবং কানাডিয়ান উভয় দেশের মধ্যে আন্তরিকতার অভাব নেই।
বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা এম পাওয়ার মোবাইল হেলথ সলিউশন ফর ব্রেস্ট ক্যান্সার কেস ফাইন্ডিং, রেফারেল অ্যান্ড নেভিগেশন ইন রুয়াল বাংলাদেশ শীর্ষক গবেষণা প্রকল্পের আওতায় কমিউনিটি স্বাস্থ্য কর্মীদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।