Connect with us

স্বাস্থ্য সংবাদ

বেদনানাশক ওষুধ ত্বকের ও মেলানোমা ক্যান্সার প্রতিরোধক

॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥  ডেনমার্কের একদল গবেষক ১৮ হাজারের বেশি মানুষের চিকিৎসার ইতিহাস পর্যালোচনা করে এ তথ্য পেয়েছেন যে যারা নিয়মিত বেদনানাশক বড়ি গ্রহণ করেন তাদের ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। গবেষকরা আরও বলেন,ননস্টেরয়েডিয়াল অ্যান্টি-ইনফ্লেমেটরি ড্রাগস (এনএসএআইডিএস) নামে পরিচিত অ্যাসপিরিন, আইবুপ্রোফেন জাতীয় বেদনানাশক বড়ি দীর্ঘদিন ধরে গ্রহণ করলে তা ত্বকের ক্যান্সার, এমনকি সবচেয়ে প্রাণঘাতী […]

Published

on

॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥  ডেনমার্কের একদল গবেষক ১৮ হাজারের বেশি মানুষের চিকিৎসার ইতিহাস পর্যালোচনা করে এ তথ্য পেয়েছেন যে যারা নিয়মিত বেদনানাশক বড়ি গ্রহণ করেন তাদের ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

গবেষকরা আরও বলেন,ননস্টেরয়েডিয়াল অ্যান্টি-ইনফ্লেমেটরি ড্রাগস (এনএসএআইডিএস) নামে পরিচিত অ্যাসপিরিন, আইবুপ্রোফেন জাতীয় বেদনানাশক বড়ি দীর্ঘদিন ধরে গ্রহণ করলে তা ত্বকের ক্যান্সার, এমনকি সবচেয়ে প্রাণঘাতী মেলানোমা ক্যান্সারও প্রতিরোধ করতে সাহায্য করে।

এ গবেষণায় ১৯৯১ থেকে ২০০৯ সাল পর্যন্ত ডেনমার্কের উত্তরাঞ্চলে বসবাসকারী ১৮ হাজারের বেশি মেলানোমা ও অন্যান্য ত্বকের ক্যান্সারের রোগীদের অন্তর্ভুক্ত করা হয়। প্রতিটি ক্যান্সার রোগীর রোগটি ধরা পড়ার আগের কয়েক বছরের ওষুধের ব্যবস্থাপত্রের সঙ্গে সমবয়সী ও সমলিঙ্গের অন্য ১০ জন ক্যান্সারমুক্ত রোগীর ব্যবস্থাপত্র মিলিয়ে দেখেন। ৩৮ শতাংশ ক্যান্সারমুক্ত রোগী অন্তত দুটি ব্যবস্থাপত্র অনুযায়ী এনএসএআইডিএস জাতীয় ওষুধ নিয়মিত গ্রহণ করেছেন।

আরহাস ইউনিভার্সিটি হসপিটালের গবেষক সিগরুন অ্যালবা ইয়োহানেসডট্টির বলেন, এনএসএআইডিএস জাতীয় ওষুধগুলো প্রদাহের জন্য দায়ী এনজাইমগুলো দমন করে। ত্বকের ক্যান্সারের রোগীদের শরীরে বিভিন্ন পর্যায়ে এসব এনজাইম পাওয়া গেছে বলে পূর্ববর্তী বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে।

তবে পূর্ববর্তী বিভিন্ন গবেষণায় এনএসএআইডিএসের সঙ্গে মেলানোমা বা অন্য কোনো ত্বকের ক্যান্সারের সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। এমনকি এসব বড়ি কিডনিতে ক্যান্সার ও রক্তক্ষরণের ঝুঁকি বাড়ায় বলেও এসব গবেষণায় বলা হয়েছে।
সাম্প্রতিক গবেষণাটিরও বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, তাই এ বিষয়ে আরো বিস্তারিত গবেষণা চালানোর প্রয়োজন রয়েছে বলে মনে করেন গবেষকরা।

Advertisement
Continue Reading
Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন1 day ago

শীতে রোগবালাই বাড়ে কেন?

শীতের সময় বিভিন্ন রোগের প্রকোপ বেড়ে যায়। এর মধ্যে সর্দি কাশি, হাঁপানি ইত্যাদি রোগ বৃদ্ধি পায়। আজ ৬ জানুয়ারি এনটিভির...

জেনে রাখুন, সুস্থ থাকুন1 day ago

‘মেনোপজ’ পুরুষদেরও হয়! কোন বয়সে এই সমস্যা দেখা দিতে পারে? লক্ষণই বা কী?

‘মেনোপজ’ বা ঋতুবন্ধ শব্দটা শুনলেই মাথায় আসে মহিলাদের কথা! তবে পুরুষেরও যে ‘মেনোপজ’ হয়, সেটা অনেকেরই অজানা। ঋতুবন্ধের মতো অ্যান্ড্রোপজ...

প্রধান খবর1 day ago

শূন্যপদে নিয়োগ, সুপার স্পেশালাইজড পূর্ণ সচলের দাবিতে আন্দোলনে চিকিৎসকরা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও এর অধীন সুপার স্পেশালাইজড হাসপাতালে দীর্ঘদিন ধরে শূন্যপদ পূরণ না হওয়া ও অব্যবহৃত আধুনিক অবকাঠামো...

Advertisement