যৌন স্বাস্থ্য

শরীরের অতিরিক্ত মেদ কমাবে ভিটামিন সি

॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥  শরীরের অতিরিক্ত ওজন কমানোর জন্য অনেকেই অনেক উপায় অবলম্বন করছেন। আধপেট খেয়ে অথবা না খেয়েও থাকছেন অনেক সময়। কিন্তু কোনো রকমফের বোঝা যায় নি। ওজন কমানোর জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন বিজ্ঞানীরা। সম্প্রতি এক গবেষনায় জানা গেছে, ভিটামিন ‘সি’ ওজন কমানোর এক নতুন কৌশল হিসেবে কাজ করে। ভিটামিন ‘সি’ শরীরের […]

Published

on

॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥  শরীরের অতিরিক্ত ওজন কমানোর জন্য অনেকেই অনেক উপায় অবলম্বন করছেন। আধপেট খেয়ে অথবা না খেয়েও থাকছেন অনেক সময়। কিন্তু কোনো রকমফের বোঝা যায় নি। ওজন কমানোর জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন বিজ্ঞানীরা।

সম্প্রতি এক গবেষনায় জানা গেছে, ভিটামিন ‘সি’ ওজন কমানোর এক নতুন কৌশল হিসেবে কাজ করে। ভিটামিন ‘সি’ শরীরের অতিরিক্ত মেদ পুড়িয়ে ফেলতে সাহায্য করে। রক্তে ভিটামিন ‘সি’-এর পরিমাণ কম থাকলে ফ্যাট বার্নিং কম হয়। ফলে ওজন কমে না। যাদের রক্তে প্রয়োজনীয় পরিমাণে ভিটামিন ‘সি’ আছে তাদের ফ্যাট বার্নিং হয় শতকরা ২৫ ভাগ।

ভিটামিন ‘সি’ বেশি পাওয়া যায় ফলের মধ্যে। যেমন- আমলকী, পেয়ারা, কামরাঙা, লেবু, মাল্টা, স্ট্রবেরি। সবজির মধ্যে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, কাঁচামরিচ, টমেটো, ক্যাপসিকাম ইত্যাদি। তাই প্রতিদিন প্লেট ভর্তি করে ভিটামিন ‘সি’ খান, বাড়তি ওজন কমিয়ে ফেলুন।

Trending

Exit mobile version