॥ ই-হেলথ২৪ রিপোর্টার ॥ প্রিয় দেশবাসী, অসহায় রিনা আক্তারের (১৬) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে সে মৃত্যুর সঙ্গে লড়ছে। পাশাপাশি তার পেটে টিউমার ধরা পড়েছে। পেটের ব্যথায় ছটফট করছে সে।
জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু রিনা আক্তারের মা-বাবার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
রিনার পিতা ইব্রাহিম মিয়া একজন নাপিত। রাস্তার ধারে চেয়ার সাজিয়ে চুল কাটার কাজ করে তিনি সংসার চালান। তাঁর সংসারে রয়েছে ৬ জন্য সদস্য। অনাহারে অর্ধাহারে কাটে তাদের জীবন। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ।
টাকার অভাবে রিনার চিকিৎসা বন্ধ রয়েছে। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। এমতাবস্থায়, অসহায় রিনার চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার মাতা-পিতা।
মৃত্যু পথযাত্রী রিনার চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৯১৩৭৯৪৭০০।
আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে-আমেনা বেগম, ইউসিবি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, টঙ্গী শাখা, গাজীপুর, হিসাব নং ১২১০০০৬৪৩২১।