॥ সিরাজগঞ্জ প্রতিনিধি ॥ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নওকৈড় গ্রামের কিছু মানুষ অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছে। গত ২৭ রবিবার ওই গ্রামের কিছু অসুস্থ মানুষ পূর্ণিমাগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসকেরা এ রোগ শনাক্ত করেন।
এ পর্যন্ত ২৭ জন অ্যানথ্রাক্স আক্রান্তের কথা জানা গেছে। তবে সংখ্যা বাড়তে পারে। জেলা স্বাস্থ্য বিভাগ আক্রান্ত ব্যক্তিদের বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নওকৈড় গ্রামের কৃষক আবদুস সামাদের একটি গরু ২০ মে অসুস্থ হলে সেটি জবাই করে এলাকাবাসী কম মূল্যে মাংস ভাগবাটোয়ারা করে নেয়। এ গরু জবাই, মাংস কাটা ও মাংস ধোয়াসহ রান্নার সঙ্গে জড়িত ব্যক্তিদের কয়েকজনের শরীরে ও হাতে চুলকানি দেখা দেয়।
পরে শরীরে ক্ষতের চিহ্ন দেখা দিলে স্থানীয় স্বাস্থ্য সহকারী নূরে হেলাল গত রবিবার কয়েকজনক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক পরীক্ষা করে জানান, সবাই অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত। পরে একটি চিকিৎসক দল গ্রামে গিয়ে আরও রোগী শনাক্ত করে।