Home স্বাস্থ্য সংবাদখুলনায় চলছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

খুলনায় চলছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

by স্বাস্থ্য ডটটিভি কনটেন্ট কাউন্সিলর

নিজস্ব প্রতিনিধি: খুলনা নগরীর রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে চোখের চিকিৎসা কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আবদুল খালেক মঙ্গলবার সকাল ১০টার দিকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
 
কেসিসি’র কাউন্সিলর শেখ মফিজুর রহমান পলাশ এতে সভাপতিত্ব করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সংরক্ষিত আসনের কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনু।

এছাড়া অন্যান্যের মধ্যে প্রকল্প কর্মকর্তা তফিকুল ইসলাম, হাবিবুর রহমান, শহিদুল ইসলাম, জামাল উদ্দিন, শ্যামল কুমার রায়, সমাজসেবক শেখ ইউনুস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কর্ণফুলি সিডিসি ক্লাস্টারের চেয়ারপারসন খাদিজা আকতার।

কেসিসি পরিচালিত নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল যৌথভাবে এ চক্ষু ক্যাম্পের আয়োজন করে। সিটি মেয়র ফিতা কেটে এ চক্ষু ক্যাম্পের উদ্বোধন করা হয়।

You may also like