সমস্যা : আমার বয়স ২০ বছর। প্রাইমারী স্কুলে চাকুরী করি। আমার ভীষণ চুল পড়ে। আমি ২/৩ দিন পর পর স্যাম্পু করি। ১৫/২০ দিন পর পর তেল দিই। কি করলে আমার চুল পড়া বন্ধ হবে।
-নাম জানাতে অনিচ্ছুক
পরামর্শ : চুল পড়ার প্রধান কারণ হচ্ছে চুলের গোড়া নরম হয়ে যাওয়া। এটা খুসকির জন্য হতে পারে অথবা অনেক সময় ভেজা চুল না শুকালে হতে পারে। অতএব এই দিকে আপনাকে নজর দিতে হবে। সপ্তাহে ২ বার এন্টিড্যানড্রাফ স্যাম্পু দিবেন এবং চুল গোছলের পর তাড়াতাড়ি শুকিয়ে নিবেন। এছাড়াও নিম্নলিখিত ওষুধ খাবেন।
(১) Tab Aristocal-D ০+১+০-(২ মাস)
(২) Cap E – Cap ০ + ১ + ০ ( ২ মাস)