গলব্লাডার বা পিত্তথলির পাথর খুবই পরিচিত একটি রোগ। অনেকে একে গলস্টোনও বলে থাকেন। বেশিরভাগ গলস্টোনই কোলেস্টেরল জমে তৈরি হয়। খুব বেশি কোলেস্টেরল আছে এমন কিছু খাওয়া গলস্টোন হওয়ার আশঙ্কাকে বাড়িয়ে দেয়। তবে গলস্টোন বা পিত্তথলির পাথর কোন জটিল রোগ নয়। কিন্তু সময়মতো চিকিৎসা না করালে তা জটিল আকার ধারণ করে। পিত্তথলির পিত্তথলিতে পাথর, লক্ষণ, করণীয় নিয়ে স্বাস্থ্য ডটটিভির নিয়মিত আয়োজন ইমপালস হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে কথা বলেছেন অধ্যাপক ডা. মোহাম্মদ হাসান মাসুদ। তিনি ইমপালস হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।