স্তন সুন্দর রাখতে মহিলাদের চেষ্টার অন্ত নেই, অথচ প্রতিনিয়ত তাঁদেরই কিছু ভুলে ক্রমশ সৌন্দর্য হারায় স্তন। নারীদের জন্য অত্যন্ত বিব্রতকর একটি সমস্যা হচ্ছে স্তন এর আকৃতি নষ্ট হয়ে যাওয়া বা স্তন ঝুলে যাওয়া। বয়স, ওজন, অসুখ, যত্নের অভাব, বাজে লাইফ স্টাইল ইত্যাদি নানান কারণেই স্তনের আকৃতি সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এবং অসংখ্য নারী শুধু এই কারণেই হীনমন্যতায় ভুগতে থাকেন, অনেকের দাম্পত্য জীবনেও দেখা দেয় সমস্যা। ব্রেস্টের সৌন্দর্য বৃদ্ধি করবেন যেভাবে – ঝুলে যাওয়া স্তন টাইট ও আকর্ষণীয় করার উপায় নিয়ে কথা বলেছেন-
প্লাস্টিক সার্জন ডা. শরমিন আক্তার সুমি
সহকারী অধ্যাপক, প্লাস্টিক সার্জারি বিভাগ
শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি`
নারীর শারীরিক সৌন্দর্যের মূলে রয়েছে তার বক্ষ যুগল। সুন্দর আকৃতির নিটোল স্তন সব মেয়েদেরই কাম্য। শুধু নারীর কাছেই নয়, আর্কষণীয় স্তন পুরুষের চোখেও যেকোনো নারীকে অনেক বেশি আবেদনময়ী করে তুলতে পারে।
কিন্তু আধুনিক কর্মব্যস্ত জীবনে নারীরা নিজের শরীরের প্রতি খুব কমই যত্ন নিতে পারে। তাই সম্মুখীন হতে হয় নানা সমস্যার। আর এতে করে শরীরের অন্যান্য অংশের মতো স্তনের আকৃতিও নষ্ট হয়ে যায়।
এসব সমস্যা থেকে মুক্তি পেতে করণীয় কি এ বিষয়ে একুশে টেলিভিশনের দর্শক ও পাঠকদের পরামর্শ দিয়েছেন শমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতালের এসথেটিক প্লাষ্টিক সার্জন
স্তন সুন্দর ও সুডৌল করার কিছু ঘরোয়া উপায়
ব্রেস্ট স্যাগিং বা স্তন ঝুলে পড়া খুবই সাধারণ একটি সমস্যা।
মহিলাদের স্তনের গঠন (How to Improve Breast Size) ঠিক করা
ব্রেস্ট বা স্তনের সৌন্দর্য বৃদ্ধি করার উপায়
স্তন বড় করার ৭টি প্রাকৃতিক পদ্ধতি
স্তন বাড়ানোর ঘরোয়া উপায়
স্তন সুন্দর ও আর্কষণীয় করার উপায়
ব্রেস্ট সাইজ বৃদ্ধি করার কিছু সহজ ঘরোয়া পদ্ধতির জেনে নিন