॥ ই-হেলথ২৪ রিপোর্টার ॥ প্রিয় দেশবাসী, অসহায় স্বপন কুমার সরকারের (২৩) জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সে হার্টের জটিল সমস্যায় ভুগছে। তার হার্টে একটি ছিদ্র ধরা পড়েছে। নষ্ট হয়ে গেছে হার্টের একটি ভাল্ব। বর্তমানে সে রাজধানীর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জরুরী ভিত্তিতে অপারেশন করানোর জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ জন্য প্রয়োজন প্রায় ৪ লাখ টাকা। কিন্তু রোগীর পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামে তাদের বাড়ি। স্বপনের পিতা শচীন্দ্র নাথ সরকারের আর্থিক অবস্থা খুবই খারাপ।
এসএসসি পাস করার পর টাকার অভাবে লেখাপড়া করতে পারেনি স্বপন কুমার। মাতা-পিতাকে সহযোগিতা দিতে সে একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ নেয়। তাকে নিয়ে তার দরিদ্র মাতা-পিতার অনেক স্বপ্ন।
এমতাবস্থায়, অসহায় স্বপন কুমারের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার মাতা-পিতা। স্বপন কুমারের চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৭৪৪৫৮৩০৮২।
আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে-মালতি রানী, সোনালী ব্যাংক, গোবিন্দগঞ্জ শাখা, গাইবান্ধা, হিসাব নং ১৩১০৬।