॥ ই-হেলথ২৪ রিপোর্টার ॥ প্রিয় দেশবাসী, চার বছরের শিশু তাজকুরুনা খাতুনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সে হার্টের জটিল সমস্যায় ভুগছে। তার হার্টের ভাল্ব নষ্ট হওয়ার পথে।
বর্তমানে সে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. হরিপদ সরকারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ জন্য প্রয়োজন প্রায় ৩ লাখ টাকা। কিন্তু শিশুটির মাতা-পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
গাইবান্ধা সদর উপজেলার হাট দাড়িয়াপুর গ্রামে তাদের বাড়ি। শিশুটির পিতা জামাল উদ্দিন পাগল্যার আর্থিক অবস্থা খুবই খারাপ। তিনি একজন প্রান্তিক কৃষক। এক টুকরো জমির ফসল দিয়ে চলে তার সংসার। শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে।
এমতাবস্থায়, শিশু তাজকুরুনা খাতুনের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা।
একটি ফুটফুটে শিশুর চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৭৫২২০৭৮৫১ ও ০১৯৩৫৪৫০৬৫১।
আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে-আব্দুল জলিল উদ্দিন পাগলা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, দাড়িয়াপুর শাখা, গাইবান্ধা, হিসাব নং ৬৬১৮।