ডেন্টাল শিক্ষার্থীদের প্রফেশনাল পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, মাত্র ১৪ দিনের নোটিশে প্রফের কারণে খারাপ রেজাল্টের আশঙ্কায় রয়েছে। তবে ডেন্টাল শিক্ষার্থীদের প্রফ পরীক্ষার তারিখ পেছাচ্ছে না। আজ শিক্ষার্থীদের এই তথ্য জানিয়েছেন ঢাবি মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি।
এ বিষয়ে ঢাবি মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী জানিয়েছেন, রোজার আগেই পরীক্ষা শেষ করতে চাই। এজন্য পরীক্ষার তারিখ পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। পূর্বনির্ধারিত ৯ মার্চ থেকেই বিডিএস প্রফ পরীক্ষা শুরু হবে।
এ প্রসঙ্গে মেডিকেল আর্মির প্রতিষ্ঠাতা পরিচালক রাফসান আতিফ জানান, আমরা ডেন্টাল কমিউনিটি সকল শিক্ষার্থীর পক্ষে ঢাবি মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী এবং ডেন্টাল কমিউনিটির অভিভাবক ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টালের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল স্যারকে পরীক্ষা পিছানোর অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার জন্য পরীক্ষার তারিখ পরিবর্তন করা সম্ভব নয় বলে জানিয়েছেন তারা।
উল্লেখ্য, গত রবিবার (২৭ ফেব্রুয়ারি) ডেন্টাল প্রফের রুটিন পরিবর্তনের জন্য ঢাবি মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী বরাবর আবেদন করেন।