Connect with us

স্বাস্থ্য সংবাদ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সব্যসাচী রায়ের হার্টে ছিদ্র, চিকিৎসায় সহায়তা দিন

॥ ই-হেলথ২৪ রিপোর্টার ॥  প্রিয় দেশবাসী, বিশ্ববিদ্যালয় পড়ুয়া সব্যসাচী রায়ের (২৬) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তার হার্টে একটি ছিদ্র ধরা পড়েছে। বাগেরহাটের আমলাপাড়ায় তার বাড়ি। গত কয়েক মাস ধরে সে কলকাতার আরএসএসএমকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জরুরী ভিত্তিতে অপারেশন করানোর জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা। কিন্তু সব্যসাচীর পিতার পক্ষে এ […]

Published

on

॥ ই-হেলথ২৪ রিপোর্টার ॥  প্রিয় দেশবাসী, বিশ্ববিদ্যালয় পড়ুয়া সব্যসাচী রায়ের (২৬) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তার হার্টে একটি ছিদ্র ধরা পড়েছে। বাগেরহাটের আমলাপাড়ায় তার বাড়ি।

গত কয়েক মাস ধরে সে কলকাতার আরএসএসএমকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জরুরী ভিত্তিতে অপারেশন করানোর জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা। কিন্তু সব্যসাচীর পিতার পক্ষে এ ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। চিকিৎসার পেছনে ইতোমধ্যে সঞ্চিত সব টাকা ব্যয় হয়ে গেছে।

সব্যসাচীর পিতা সুবাস চন্দ্র রায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। টাকার অভাবে সব্যসাচীর চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় সব্যসাচীর চিকিৎসায় সহযোগিতার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার পিতা সুবাস চন্দ্র রায় ও বোন কণিকা রায়।

মেধাবী ছাত্র সব্যসাচীর চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৮৩৩৯৬১৮৭৪।

আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- কণিকা রায়, ডাচ্ বাংলা ব্যাংক লিঃ, মিরপুর শাখা, ঢাকা, হিসাব নং ১৬৪.১০১.১৫২৭৬।

Advertisement
Continue Reading
Advertisement