ইমপালস হাসপাতালে অগ্নি নির্বাপক যন্ত্রযন্ত্রের ব্যবহারবিষয়ক প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মার্চ) তেজগাঁওস্থ ইমপালস হাসপাতালে প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইমপালস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. জাহীর আল-আমিন। এসময় আরও উপস্থিত ছিলেন, ডা. মোহাম্মদ লুৎফুল কবির খান, মোহাম্মদ বেলাল হোসেন, ডা. মোহাম্মদ মনিরুজ্জামান, ডা. দবির আহমেদ, ডা. শফিক হোসেন, ডা. নাজমুল ইসলাম প্রমূখ।
প্রশিক্ষণ ও আলোচনা সভা প্রশিক্ষণ হিসেবে শেখানো হয়েছে, কিভাবে আগুন লাগে, আগুন লাগলে প্রথমত কি করা উচিত এবং কিভাবে এসে আগুন নিয়ন্ত্রণে আনা যায়, সে বিষয়ে আলোচনা হয়। এসময় সবাইকে কি কি কারনে আগুন লাগতে পারে, কি কি করলে আগুন থেকে বাঁচা যায়। কিভাবে আগুন নিভাতে হয় সকলকে প্রশিক্ষণ দেওয়া হয়।